আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা

স্থাপিত:১৯৬১ খ্রি:, EIIN:১০০০৬৯, আমতলী-বরগুনা

ফাজিল -২০২২ বর্ষের শিক্ষার্থীদের নবীন বরন ও সবক অনুষ্ঠান

দোয়া ও মিলাদের মাধ্যমে শেষ হলো বরগুনা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল -২০২২ বর্ষের শিক্ষার্থীদের নবীন বরন ও সবক অনুষ্ঠান।
মঙ্গলবার মাদ্রাসার হলরুমে উদ্ভাবনী বক্তব্য পেশ করেন অএ মাদরাসার সম্মানিত অধ্যক্ষ মোহাম্মাদ ইউনুচ হাওলাদার
অত্র অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন জনাব মতিয়ার রহমান মেয়র, আমতলী পৌরসভা। আরও বক্তব্য রাখেন জনাব মোঃ মজিবর রহমান ভাইস চেয়ারম্যান আমতলী উপজেলা পরিষদ। জনাব এ,কে,এম মিজানুর রহমান, ওসি আমতলী। জনাব মোঃ রেজাউল করিম শাহজাদা আকন সাংগঠনিক সম্পাদক আমতলী উপজেলা আওয়ামীলিগ ও প্রতিষ্ঠাতা সদস্য, গভর্নিং বডি অএ মাদ্রাসা। আমতলী পৌরসভার মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মতিয়ার রহমান তার বক্তব্যে বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যদিয়ে যে কয়েকটি মাদ্রাসা এগিয়ে গেছে তার মধ্য অন্যতম আমতলি ফাজিল সিনিয়র মাদ্রাসা। এ মাদ্রাসার অনেক ছাত্র আজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ জন্য আমরা গর্বিত। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাসহ অবকাঠামোগত উন্নয়নে কঠোর পরিশ্রম করে মাদ্রাসাকে আজ এ অবস্থানে আনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুচ । তিনি যে অবদান রেখেছেন তার ফল দুনিয়া এবং আখেরাতে পাবেন। তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষা একজন মানুষকে প্রকৃত প্রজ্ঞাবান করে তুলে। এখন বেশীরভাগ মানুষ ইসলাম নিয়ে ভাবেনা। দুনিয়া নিয়ে মত্ত হয়ে পড়েছে। আখেরাতকে ভূলে গেছে। প্রত্যেক মানুষের আচরনসহ সকল বিষয়ের উপর ইসলাম ধর্মে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সবার উচিত ধর্মীয় নির্দেশনাকে মেনে চলা। সৃষ্টিগত দিক দিয়ে মানুষ খুবই সম্মানি। মহান আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষকে যথাযথ জ্ঞান দিয়ে সৃষ্টি করেন।
অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব তোফাজ্জেল হোসেন তপু, সভাপতি অত্র মাদ্রাসা এবং সম্পুর্ণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র মাদ্রাসার আরবী প্রভাষক জনাব মাওঃ রুহুল আমিন ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত ও হামদে বারী তাআলা পরিবেশন হয়
এরপরে মিলাদ দোয়া ও মোনাজানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে মাদ্রাসা গভর্ণিংবডির দায়িত্বশীলবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার সমাজসেবীগণ উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছেন, পরিশেষে সকলে অএ মাদ্রাসার উন্নতি কামনা করছেন